রিটার্ন পলিসি (Return Policy)
?
আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য ও সেবা প্রদান করা।
তবুও বিশেষ কিছু ক্ষেত্রে আপনি পণ্য ফেরত (Return), পরিবর্তন (Exchange) বা সার্ভিসিং-এর সুযোগ পাবেন।
? ১. পণ্য ফেরত নেওয়ার শর্তাবলী:
নিম্নলিখিত ক্ষেত্রে পণ্য ফেরত বা পরিবর্তন প্রযোজ্য হবে —
-
আপনি ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য পেয়েছেন।
-
ডেলিভারিকৃত পণ্যটি বর্ণনা বা ছবির সাথে অমিল রয়েছে।
-
পণ্যটি ডেলিভারির সময় দৃশ্যমান ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ।
⚠️ উপরের শর্তগুলো ব্যতীত অন্য কোনো কারণে পণ্য ফেরত নেওয়া হবে না।
? ২. যেসব ক্ষেত্রে পণ্য ফেরত নেওয়া হবে না:
-
পণ্য ব্যবহার করা বা খোলা হয়েছে।
-
ছবি ও বর্ণনার সাথে পণ্য মিল থাকলেও ব্যক্তিগত কারণে ফেরত দিতে চাইলে।
-
পণ্যের প্যাকেজিং নষ্ট, ছেঁড়া বা মূল ট্যাগ সরানো হলে।
-
কাস্টমাইজড, অফার বা ডিসকাউন্ট পণ্য।
? ৩. পণ্য পরিবর্তন নীতি:
-
ফেরতযোগ্য পণ্য হলে আপনি সমমূল্যের বা বেশি মূল্যের অন্য পণ্য নিতে পারবেন।
-
বেশি মূল্যের পণ্য নিতে চাইলে, অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে।
-
কম মূল্যের পণ্য নেওয়া যাবে না।
? ৪. রিফান্ড (মূল্য ফেরত):
-
ফেরত নেওয়ার শর্ত পূরণ হলে আমরা ৭–১০ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করি।
-
অনলাইন পেমেন্ট করলে, একই মাধ্যমে টাকা ফেরত দেওয়া হবে।
-
ক্যাশ অন ডেলিভারি (COD) অর্ডারের ক্ষেত্রে ব্যাংক/বিকাশ/নগদ অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া হবে।
? ৫. রিটার্ন প্রক্রিয়া:
-
আমাদের হটলাইন বা মেসেঞ্জারে যোগাযোগ করে রিটার্ন আবেদন করুন।
-
যাচাইয়ের পর আমরা আপনাকে রিটার্ন প্রক্রিয়ার নির্দেশনা দেব।
-
পণ্যটি নির্দিষ্ট ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
-
রিটার্ন/রিপ্লেসমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হলে আমরা আপনাকে জানিয়ে দেব।
রিটার্ন বা রিপ্লেসমেন্টের ডেলিভারি খরচ গ্রাহককে বহন করতে হবে।
? ৬. ওয়ারেন্টি পণ্য:
যেসব পণ্যে ওয়ারেন্টি আছে, সেইসব পণ্যের সার্ভিস আমরা বা ব্র্যান্ড কোম্পানি প্রদান করবে।
ওয়ারেন্টি সার্ভিসের জন্য পণ্য পাঠানো ও ফেরত আনার খরচ গ্রাহকের দায়িত্বে বহন করতে হবে।
? যেকোনো সহায়তার জন্য যোগাযোগ করুন:
Hotline: +8801329570021
Email: info.veerbd@gmail.com
Website: www.veerbd.com
Shirts
Pents
Katua
T-Shirts
Punjabi